মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জে গাড়ীচালকদের নিয়ে বিআরটিএ’র প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৬:১৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

“গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” এ শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী গাড়ীচালকদের দ¶তা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)’র আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শহরের শাহ্ধসঢ়; নেয়ামতুল্লাহ কলেজের হলরুমে এই প্রশিক্ষণে ৭৮ জন গাড়ীচালক অংশগ্রহণ করে। চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক শাহজামান হকের সভাপতিত্বে প্রশিক্ষণ  কর্মশালায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেনÑ মেডিকেল অফিসার ডা. শাহনাজ খাতুন, মোটরযান পরিদর্শক সেলিম হাসান, সহকারী মোটরযান পরিদর্শক আবু হুজাইফা, জেলা ট্রাক ও ট্যাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী। বক্তরা বলেন, সচেতনভাবে গাড়ি চালালে দূর্ঘটনার হাত থেকে র¶া পাওয়া যায়। একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না। কারণ একজন মানুষ দুর্ঘটনার কবলিত হলে তার পরিবারের জীবন যাপন কষ্ট হয়ে দাঁড়ায়। তাই সকলকে সচেতন হয়ে গাড়ি চালাতে হবে। প্রশি¶ণে নিরাপদ সড়কের গুরুত্ব এবং সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার সম্পর্কে ধারণা, সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ এবং শাস্তিমূলক ব্যবস্থা, ভাড়ী যানবাহন চালকদের পরিস্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যঝুঁকির

প্রাথমিক চিকিৎসা বিষয়ক, ড্রাইভিং লাইসেন্স সড়কের মার্কিং ধারণাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ  দেয়া হয়। প্রশিক্ষণ  শেষে পেশাজীবী গাড়ি চালকদের সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক শপথ বাক্য পাঠ করানো হয়।