নবীন শিক্ষার্থীদের বরণ করল কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৫:২৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
গাজীপুর প্রতিনিধি ঢাকার অদূরে গাজীপরের কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের একাদশ ও ¯্নাতক শ্রেনীর শিক্ষার্থীদের বিপুল উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৮ ফেব্রুয়ারী দুপুরে কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবিন হোসেনের সভাপতিত্বে ও কলেজের প্রতিষ্ঠাতা অধ্য¶ মু. নাজমুল ইসলামের সার্বিক তত্বাবধানে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ প্রশাসন। অনুষ্ঠান সনঞ্চালনায় ছিলেন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আফসানা জামান মীম। সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্ধসঢ়;বানের মধ্যদিয়ে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের ৪ শত নবীন শিক্ষার্থীকে।
নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সকলকে দেশপ্রেমিক হতে হবে। সকল ভাষা শহীদতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বাল্য বিবাহ রোধে সরকার বিভিন্ন কাজ করে যাচ্ছে। নিজেকে আত্বনির্ভরশীল হতে হবে। দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্ধসঢ়;বান জানিয়ে তিঁনি বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের এম পি মেহের আফরোজ চুমকি, সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাকসুদ-উল-আলম খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী রোজারিও, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরীসহ প্রমুখ।
