মান্দায় মহান ভাষা শহিদদের স্মরণে নিভৃত পল্লীতে অনন্য বইমেলা
মাহবুবুজ্জামান সেতু
প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
নওগাঁর মান্দায় মহান ভাষা শহিদদের স্মরণে মশিদপুর গ্রামের নিভৃত পল্লীতে অনন্য বইমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার ভারশোঁ ইউনিয়নের মশিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে মশিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি ও পাঠাগারের উদ্যোগে দিনব্যাপী এ অনন্য বই মেলা অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশনের উদ্বোধক ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক। এসময় অতিথিবৃন্দ ছিলেন,রাজশাহীর কথা সাহিত্যিক নিরমিন শিমেল, রাজশাহীর লেখক, গবেষক ও সমাজসেবক ডি এম খোসবর আলী, রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মাসুদ রানা, বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সহ-সভাপতি নুরুন নবী প্রভাত মৃধা প্রমূখ।
দ্বিতীয় অধিবেশনে রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (নেসকো) এর সহকারী প্রকৌশলী মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড.এম মনজুর হোসেন। এসময় সম্মানিত অতিথি ছিলেন হেরিটেজ বাংলাদেশের ইতিহাসের আর্কাইভস্, রাজশাহী এর (অব.) প্রতিষ্ঠাতা, প্রফেসর ড. মো. মাহবুবর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ড. শেখ সা'দ আহমেদ এবং শাহ্ কৃষিতথ্য পাঠাগার ও জাদুঘর, কালীগ্রাম, মান্দা, নওগাঁ এর প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ্ প্রমূখ। এসময় মশিদপুর শিক্ষা উন্নয়ন সমিতির সহ-সভাপতি রফিকুল আলম,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ সংগঠনের অন্যান্য সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,সকালের প্রথম অধিবেশনে চিত্রাঙ্কন, চিত্র প্রদর্শনী,আবৃত্তি, অভিনয় আবৃত্তি, কৌতুক, উপস্থিত বক্তৃতা, দেশাত্মবোধক গান ও দলীয় সংগীত পরিবেশন করাসহস শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এরপর বিকেলের অধিবেশনে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বই মেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক, বঙ্গবন্ধুর জীবনীসহ শিশু-কিশোরদের বিভিন্ন শিক্ষামুলক বই সমৃদ্ধ একাধিক স্টল অংশ নেয়।
মাহবুবুজ্জামান সেতু
