হাতিরঝিলে আত্মহনন থেকে তরুণীকে বাঁচালো পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০১:৫৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

২৫ বছর বয়সী এক তরুণীকে আত্মহত্যার হাত থেকে বাঁচিয়েছে হাতিরঝিল থানা পুলিশ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর হাতিরঝিলে ঘটে এ ঘটনা।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জাগো নিউজকে বলেন, হাতিরঝিলে একটি ব্রিজের ওপর থেকে আত্মহত্যার চেষ্টা করলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট এসে তরুণীকে ব্রিজ থেকে নামিয়ে আনে।
তিনি বলেন, তাকে হাতিরঝিল থানায় নিয়ে আসা হয়েছে। তরুণী মানসিক রোগী। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবার থানায় এসে তরুণীকে নিয়ে যাবে।