শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

ভোগান্তির অবসান ঘটিয়ে সার্কিট হাউজ সড়কের মেরামত

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সৈকত

প্রকাশিত : ০৩:২১ পিএম, ১২ নভেম্বর ২০১৮ সোমবার

কক্সবাজার শহরের ভিআইপি সড়ক খ্যাত সার্কিট হাউজ সড়কের মেরামত কাজে এলাকাবাসি সন্তোষ প্রকাশ করেছে। দীর্ঘদিনের ভোগান্তি কেটে যাওয়ায় কক্সবাজার পৌর কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসি।

সরেজমিনে দেখা গেছে, সার্কিট হাউজ সড়কের জলিল চত্বর মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত সড়কের মেরামত কাজ ও আরসিসি ঢালাই ৩ দিনে শেষ করা হয়েছে। প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি নির্মাণ করছে কক্সবাজার পৌরসভা।

সড়ক কাজের তদারকের দায়িত্বে থাকা ঠিকাদার ইসমাইল জানিয়েছেন, টেকসই ভাবে সড়কটির কাজ শেষ করা হয়। এতে কোন ধরণের অনিয়ম হয়নি। পৌরসভার সংশ্লিষ্ঠরা নিয়মিত পরিদর্শন করে কাজটি শেষ করেছেন।

ওই সড়ক পথের বাসিন্দা তরুণ ব্যবসায়ি শাওন জানান, সড়কটি সংস্কারের নামে অনেকবার ঘষামাজা করা হয়েছে। কিন্তু টেকসই হয়নি। আশা করি এবার কাজের গুণগত মান ভালো হয়েছে। যার ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে স্থানীয়দের ।