মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

বঙ্গবন্ধুর শিক্ষাদর্শনঃ শিক্ষা ও শিক্ষকদের উন্নয়নে তাঁর অবদান

আব্দুল্লাহ আল মামুন

প্রকাশিত : ০৬:২৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আয়োজিত “বঙ্গবন্ধুর শিক্ষাদর্শনঃ শিক্ষা ও শিক্ষকদের উন্নয়নে তাঁর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) কলেজের এন. এম. খান মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকার সহযোগী অধ্যাপক ড. ডি এম ফিরোজ।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আ. জ ম রুহুল কাদীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ।
সেমিনারে বক্তারা বলেন, শিক্ষা আর শিক্ষকদের উন্নয়নে বঙ্গবন্ধুর অতুলনীয় অবদান আমাদের চিরকাল তাঁর কাছে ঋণী করে রাখবে। তিনি যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন তাঁর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে আমরা কিছুটা হলেও তাঁর ঋণ পরিশোধ করতে পারি। শিক্ষাজগতে তিনি যে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন তা জানতে হবে এ প্রজন্মকে, পরের প্রজন্মকে আর সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে তাঁর শিক্ষাভাবনা ও শিক্ষাদর্শনকে।