বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

বসন্ত-ভালোবাসার মহোৎসব নাহার গাডেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৫:৪১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কামতা  গ্রামে গড়ে তোলা হয়েছে নাহার গার্ডেন  । ঢাকা মানিকগঞ্জ মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ড থেকে ডানে ২ কি.মি সাটুরিয়ার দিকে কামতা এর অবস্থান। নাহার গাডেন পার্কে বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তের বর্নিল রঙে মেতে উঠেছে তরুণ-তরুণীরা। বাহারি রঙের পোশাক পরে মনের মানুষের সঙ্গে নাহার গাডেন পার্কে ছুটে এসেছে বহু কপোত-কপোতি।

ধলেশ্বরী নদীর কোল ঘেষে কোলাহল মুক্ত শান্ত গ্রামীন পরিবেশে সবুজের সমারোহ কিছুটা সময় কাটাতে নাহার গার্ডেন পিকনিক স্পট একটি আদর্শ জায়গা। বসন্ত ও ভালোবাসা দিবসের পরের দিন নাহার গাডেন পার্কে গিয়ে দেখা গেছে, ক্লান্ত বিনোদনপ্রেমীদের অনেকে গাছের ছায়ায় বসে আছেন। অনেকে আবার পার্কের লেক পাড়ে দল বেঁধে ঘুরছেন। মানিকগঞ্জে সদর উপজেলা থেকে আসা সিয়াম বলেন, "নাহার গাডেন "এই পার্কে এসে সুন্দর পরিবেশ দেখে মন ভরে গেছে। সুশৃঙ্খল পরিবেশে ভালোই লাগছে।ক্লান্ত বিনোদনপ্রেমীরা গাছের ছায়ায় বসে পড়েছেন। অনেকে আবার পার্কের লেকের পাড়ে দল বেধে ঘুরছেন যা দেখে ভাল লাগচ্ছে।

ঘুড়তে আসা ফারজানা আক্তার ইভা নামের দর্শনার্থী জানান, আজ ভালোবাসা দিবসে পরিবারের লোকজন নিয়ে ঘুড়তে বের হলাম। ঘুড়তে আসা আবির হোসেন জানান, ছেলে-মেয়ের আবদার মেটাতে এখানে পরিবারের সদস্যদের নিয়ে আসা পরিবারের লোকজন নিয়ে খুব আনন্দ করছি। চমৎকার প্রাকৃতিক পরিবেশের এই জায়গাটিতে বিভিন্ন প্রজাতির প্রায় তিন হাজার পাখির সমাহার রয়েছে। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কামতা গ্রামে গড়ে তোলা হয়েছে নাহার গার্ডেন পিকনিক স্পট । ধলেশ্বরী নদীর কোল ঘেষে কোলাহল মুক্ত শান্ত গ্রামীন পরিবেশে সবুজের সমারোহ কিছুটা সময় কাটাতে নাহার গার্ডেন পিকনিক স্পট একটি আদর্শ জায়গা।

নাহার গার্ডেনে রয়েছে প্রায় তিন হাজার পাখি বিভিন্ন রকম পাখির আবাস। এদের মধ্যে উল্লেখযোগ্য ২০ প্রজাতির টিয়া, ১৫ প্রজাতির ঘুঘু, টিয়া, বাজরাঙ্গা, লাভ বার্ড, ককটেল, ফিনস, মেকাউ, গেরে প্যারেট, আমাজনসহ নানান পাখি দেখতে পাবেন এখানে। এছাড়াও রয়েছে উট, ইমু ও ময়ূর। বাচ্চাদের জন্য রয়েছে বড় একটি শিশু পার্ক,খেলাধুলার জন্য মাঠ ও  মিনি চিড়িয়াখানা । চিড়িয়াখানাতে রয়েছে বানর ও হরিণ। নাহার গার্ডেনের চারপাশ ঘেরা দেশি-বিদেশি কয়েক হাজার গাছ দিয়ে। যা এখানে তৈরি করেছে চমৎকার এক সবুজ-শ্যামল পরিবেশ। এখানে রয়েছে ছোট-বড় চারটি পুকুর ও একটি টাইটানিক জাহাজ। পিকনিকের জন্য এখানে নানান ব্যবস্থা রয়েছে। পিকনিক স্পটে থাকার কটেজ, রান্নার ব্যবস্থা, খাবার শেড, খেলাধুলার ব্যবস্থা, স্টেজ সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এখানে।

পিকনিক ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের জন্য নাহার গার্ডেনে টাইটানিক ভিলা, বুকেন ভিলা, পালকি কটেজ, ভি.আই.পি.বাংলা, ফোয়ারা কটেজ, গার্ডেন কটেজ এবং পার্ক কটেজ নামের ৭ টি আলাদা পিকনিক স্পট আছে।
নাহার গার্ডেন পিকনিক স্পটে পিকনিক ছাড়াও বিনোদনের উদ্দেশ্যে টিকেট কেটে যেকেউ প্রবেশ করতে পারে। প্রবেশ টিকেটের মূল্য ৫০ টাকা। দর্শনার্থীদের জন্য নামাজ ও ক্যান্টিনের সুব্যবস্থা রয়েছে। নাহার গার্ডেন পিকনিক স্পটের রেস্ট রুম ব্যবহারের জন্য আলাদা কোন চার্জ দিতে হয় না। রেস্ট রুমের পাশেই রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক টয়লেট। নাহার গার্ডেনে কার পার্কিং এর জন্যে আলাদা অর্থ প্রদান করতে হয়। নাহার গার্ডেনের চারপাশ ঘেরা দেশি-বিদেশি কয়েক হাজার গাছ দিয়ে। যা এখানে তৈরি করেছে চমৎকার এক সবুজ-শ্যামল পরিবেশ। এখানে রয়েছে ছোট-বড় চারটি পুকুর ও একটি টাইটানিক জাহাজ। পিকনিকের জন্য এখানে নানান ব্যবস্থা রয়েছে। পিকনিক স্পটে থাকার কটেজ, রান্নার ব্যবস্থা, খাবার শেড, খেলাধুলার ব্যবস্থা, স্টেজ সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এখানে।