ইসলামী বিশ্ববিদ্যালয়ে অমর একুশের আলোচনা সভা অনুষ্ঠিত
সাকিব আসলাম
প্রকাশিত : ০৫:৩২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আয়োজনে ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসথ উপল¶ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় অনুষদ ভবনের পার্শ^বর্তী স্থান বাংলা মঞ্চে এ আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এ সভায় অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও কোষাধ্য¶ ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়া আলোচনা সভায় নির্ধারিত বক্তা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াৎ আনসারী একুশের চেতনা ও বর্তমানে বাংলাদেশের ভাষা পরিস্থিতির উপর বহৎ পরিসরে আলোচনা করেন। একই সাথে সভায় সম্মানিত অতিথি হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান উপস্থিত ছিলেন। উল্লেখ্য টিএসসিসিথর পরিচালক অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল সভা পরিচালনা করেন। সভা শেষে বাংলা মঞ্চে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।