ব্রেন টিউমারে মারা গেলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহরুফা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৪:৪২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার
অতিরিক্ত পুলিশ সুপার মাহরুফা হোসেন/ছবি: সংগৃহীত
পুলিশ সদরদপ্তরে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মাহরুফা হোসেন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ২০১৫ সালে তিনি ব্রেন টিউমারে আক্রান্ত হন।
তার বয়স হয়েছিল ৪০ বছর। মৃত্যুকালে তিনি স্বামীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, মেধাবী এ পুলিশ কর্মকর্তা ১৯৮৩ সালে নেত্রকোনা জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০১০ সালে ২৮তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পদোন্নতি পেয়ে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পুলিশ সদরদপ্তরে কর্মরত ছিলেন।
আইজিপির শোক
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অতিরিক্ত পুলিশ সুপার মাহরুফা হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অন্যদিকে, পুলিশ কর্মকর্তা মাহরুফা হোসেনের অকাল মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্সে শিরু মিয়া মিলনায়তনে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
