শপথ নিতে যাচ্ছেন ঐক্যফ্রন্টের আরও চার এমপি
প্রকাশিত : ১২:১০ এএম, ২৮ এপ্রিল ২০১৯ রোববার

ঐক্যফ্রণ্ট থেকে নির্বাচিত আরও অন্তত চারজন জনপ্রতিনিধি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন দুএকদিনের মধ্যেই। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমনটাই জানিয়েছেন গণমাধ্যমকে।
তিনি জানান, কয়েকজন ইতোমধ্যেই সংসদে যোগাযোগ করেছেন। ২৯ এপ্রিলের মধ্যেই নির্বাচিতদের শপথ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনের মধ্যে আটটি আসন পায় বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট। শুরু থেকেই নির্বাচনকে বর্জন করে নির্বাচিতরা শপথ নেবেন না বলে ঘোষণা দেয় জোট। যদিও ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান শপথ নিয়েছেন আগেই।
সর্বশেষ শপথ নিলেন ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি থেকে নির্বাচিত জাহিদুর রহমান। বাকী যে পাঁচজন নির্বাচিত আছেন তাদের মধ্যে চারজনেরই শপথ নেয়ার সম্ভাবনা রয়েছে।
তবে জাহিদুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে ইতিমধ্যেই।
অন্যদিকে, সংবিধানের ৭০ অনুচ্ছেদের উদাহরণ দিয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, দল থেকে বহিষ্কার করলেও নির্বাচিতদের সংসদ সদস্য পদ থেকে যাবে।