শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

প্রেমে পড়েছেন কঙ্গনা?

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ১০:০৩ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

সিনেমার অ্যাকশন কাটের বাইরে ব্যক্তি জীবনে নানা মন্তব্যের কারণে বিতর্কিত হন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এজন্য অবশ্য পেয়েছেন ঠোঁটকাটা স্বভাবের তকমা। এবার সেই অভিনেত্রীর ঠোঁটে মিলছে প্রেমের সুরের আবাস।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেন কঙ্গনা। সেই ভিডিওতে আধ্যাত্মিক আঙ্গিকে প্রেমের বিষয়ে কথা বলেছেন সদগুরু। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে কঙ্গনা।
শেয়ার করে লেখেন, ‘প্রেমে পড়ুন। পড়তে না জানলে কখনও উঠতে শিখবেন না।’ সোশ্যাল মিডিয়ায় কঙ্গনার প্রেমের উল্লেখ দেখে অবাকবনে গেছেন অনেকেই। অবাক হবেনই না কেন কারণ সবাই তাকে জানেন স্বাধীনচেতা প্রকৃতির নারী হিসেবে। তার গলায় এমন নরম সুর শোনা যাবে, তা আশা করেননি অনেকেই।

ভালোবাসার মাসে এমন নরম সুরে কথা বলছেন সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এমন স্টোরির ক্যাপশন দেখে অনেকেই ভাবছেন তবে কি প্রেমে পড়লেন ‘কুইন’ সিনেমাখ্যাত অভিনেত্রী? তবে কি খোঁজ মিলেছে তার জীবনসঙ্গীর? কবে বাজবে সানাই? এখন শুধুই অপেক্ষা।