পা মচকে গেছে শাকিব খানের
বিনোদন
প্রকাশিত : ০৯:৫৮ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

ঢালিউড সুপারস্টার শাকিব খান তার আপকামিং সিনেমা ‘আগুন’ এর শেষ দিনের শুটিং করছিলেন। আর শেষ দিনের শুটিংয়ে গিয়েই পা মচকে ফেলেছেন তিনি।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আফতাবনগরে বদিউল আলম খোকন পরিচালিত 'আগুন' সিনেমার অ্যাকশন দৃশ্য করতে গিয়ে তার ডান পা মচকে যায়।
এরপর শুটিং সেট থেকে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। তবে শাকিব ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। হাসপাতালে চিকিৎসার পর তিনি বাসায় ফিরেছেন। তবে আগামী কয়েকদিন কোনো কাজ নয়, থাকতে হবে বিশ্রামে। এমনটায় পরামর্শ দিয়েছেন শাকিবের চিকিৎসক।
জানা গেছে, সিনেমার শুটিং শেষ। এখন শুধু বাকি আছে দুটি গানের শুটিং। শাকিব খান সুস্থ হলেই গানের শুটিংয়ে অংশ নেবেন। আসন্ন ঈদে মুক্তি পাবে শাকিব অভিনীত ‘আগুন’ সিনেমা। সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে জাহারা মিতুকে। এ ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলী রাজ প্রমুখ।