মাগুরা হাজিপুর ইউনিয়নের জাহিদ হত্যার প্রতিবাদে মানববন্ধন
শামীম শরীফ
প্রকাশিত : ০৬:১০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
মাগুরা ১নং হাজিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের শ্রীরামপুর শ্রম ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাহিদ জোয়ার্দার পিং মোঃ মুনশিয়ার জোয়ার্দার, বয়স ( ৫৫) বছর, তাকে নিশংস ভাবে হত্যা করা হয়েছে।
হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ১৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ ঘটিকার সময় মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন র্যালি ও সমাবেশের আয়োজন করেন শ্রীরামপুর এলাকাবাসী। মানববন্ধন এবং র্যালিতে এলাকার সকল স্তরের মানুষ উপস্থিত থেকে হত্যাকারী টিক্কা বিশ্বাস, পিং মাখন বিশ্বাস, তাহাজ্জত মোল্লা, পিং শরাফত মোল্লা, মোঃ সাগর, পিং আবু সুফিয়ান, সানি মোল্লা, পিং সবুর মোল্লা, জুয়েল, পিং রেজাউল, বিল্লাল, পিং মালেক খাঁ, মনিরুল, পিং মোকলেস, মিশুক মোল্লা, পিং হাবলু মোল্লা, নিশান, পিং আলফু মোল্লা, বিপ্লব, পিং ববি মোল্লা, এদেরকে ফাঁসির দাবী জানান। মাগুরা থানায় এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি মামলা দায়ের হয়েছে,আসামিরা গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। ইউসুফ জোয়ার্দার (৬১)বছর এবং ইকবাল বাবু (৩৬) বছর বয়স, কিছুদিন আগে ঠিক তাদেরকেও হত্যা করার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে, এলাকার মানুষ এসে পড়ায় প্রাণে বেঁচে যায় তারা, বর্তমান মানবতার জীবনযাপন করছে। কিছুদিন জেল খেটে বের হয়ে এসে আবার পুনরায় তাদেরকে হুমকি ধামকি এবং হত্যা করার পাঁয়তারা শুরু করে। এরপর খুনিরা বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে জাহিদ জোয়ারদার কে মাঠে একা পেয়ে হত্যা করে। জাহিদ জোয়ার্দারের পরিবার সহ এলাকার সর্বস্তরের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল যার কারণে আইনের মাধ্যমে তারা চায় নিরপেক্ষ ভাবে বিচার এবং হত্যাকারীদের ফাঁসি।
