ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
জেলা প্রতিনিধি
প্রকাশিত : ০৩:১৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
নিহত যুবক সামাদ সরদারের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছিনতাইকারী সন্দেহে সামাদ সরদার নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামাদ খারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের মৃত নাতু সরদারের ছেলে। নিহতের পরিবারের দাবি, ঢাকা থেকে বাড়ি ফেরার পথে একদল লোক চকের মধ্যে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করে। তবে অপরপক্ষের দাবি, বিকেল থেকেই ওই যুবককে এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখার পর রাতে ছিনতাইকারী সন্দেহে পিটুনি দেয় গ্রামবাসী।
নিহত সামাদ সরদারের ভাই লালন সরদারের দাবি, ‘ভাই ১০ বছর যাবত ঢাকায় ছোনপাপড়ি বিক্রি করেন। রোববার রাতে ঘারুয়া বাসস্ট্যান্ডে নেমে বাড়ি ফিরছিলেন। পথে খামিনারবাদ মোল্যার মোড়ে এলে ঘারুয়ার ইমরান মোড়ল (২৪), শুভ কাজী (৩০), লিখন মোড়ল (৩০), আয়নাল শেখ (২৮), জাফর (৫০) ও কুতুব শিকদার (৩৫) তাকে চকের মধ্যে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে।’ স্থানীয় ইউপি সদস্য হায়দার হোসেন জাগো নিউজকে বলেন, ‘ঘটনার পরে জানতে পারি খারদিয়ার একজন অটোচালক যাওয়ার পথে তাকে কোপ মেরে অটো ছিনতাইয়ের চেষ্টা চালায় নিহত যুবক। গ্রামবাসী বিষয়টি জেনে ধাওয়া করে চকের মধ্যে তাকে ধরে পিটুনি দেয়। এরপর রাত ১১টার দিকে আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।’ ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
