বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন ইকবাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০২:১৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

রাজধানীর রমনা এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন মো. ইকবাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তি। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে ঘটে এই ঘটনা। ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া পাভেল হোসেন বলেন, ইকবাল মিরপুর-১ থেকে তানজিল পরিবহনের বাসে করে সদরঘাট যাচ্ছিলেন। ওই বাসে অজ্ঞানপার্টির সদস্যরা কৌশলে কিছু খাইয়ে তার কাছ থেকে টাকা নিয়ে যায়।

পরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় রমনার হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে তার পাকস্থলী ওয়াশ দিয়ে ঢাকা মেডিকেলের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তির কাছে থেকে কত টাকা নিয়েছে এ বিষয়ে কিছু জানা যায়নি। তিনি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।