১ নম্বর সদস্য জয়
রংপুর জেলা আ. লীগের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১১:৫৮ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
সজীব ওয়াজেদ জয়। ছবি: সংগৃহীত
রংপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১০১ সদস্যের কমিটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে এক নম্বর সদস্য করা হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত প্যাডে পূর্ণাঙ্গ এ কমিটি ঘোষণা করা হয়। জেলা আওয়ামী লীগের ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে একজন আহ্বায়ক ও তিনজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। বাকি ৯৭ জন সদস্য হিসেবে থাকবেন। গত ১ জানুয়ারি রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে দুই সদস্যবিশিষ্ট জেলা ও মহানগরের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে আহ্বায়ক হিসেবে এ কে এম ছায়াদত হোসেন বকুল।
পূর্ণাঙ্গ কমিটিতে তিনজন যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তারা হলেন অধ্যাপক মাজেদ আলী বাবলু, জয়নাল আবেদীন ও আনোয়ারুল ইসলাম। এ ছাড়া এই কমিটিতে সদস্য হিসেবে আছেন রংপুর-৩ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম আহসানুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন প্রমুখ।
