যাত্রাবাড়ী থেকে সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৭:১৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
গ্রেফতার মো. ওবায়দুল হক, তিনি মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি, রাজধানীর যাত্রাবাড়ী থেকে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মো. ওবায়দুল হক ওরফে লাজু (৪০)। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (১১ ফেব্রুয়ারি) এই তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ২০১৬ সালে ঢাকার শাহজাহানপুর থানায় ওবায়দুলের বিরুদ্ধে মাদক মামলা হয়। সেই মামলায় গ্রেফতার হয়ে চার মাস জেল খেটে জামিনে মুক্ত হন ওবায়দুল। এরপর তিনি মামলার কোনো শুনানিতে হাজির হননি। পরে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের আগস্ট মাসে আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেন। জামিনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে পলাতক জীবন-যাপন করে আসছিলেন তিনি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
