চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির ২৪ তম সাধারণ সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৭:০১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির ২৪ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় পবিস এর নয়গোলাস্থ সদর দপ্তরে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমিতির পরিচালনা বোর্ডের সভাপতি পলাশ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আব্দুল আজিজ, সচিব রাজু আহমেদ কোষাধ্য¶ শামসুন নাহার. ১নং এলাকার পরিচালক কামরুল হাসান, ৩নং এলাকার পরিচালক রাকিবুল ইসলাম, ৫নং এলাকার পরিচালক ওবাইদুর রহমান, ১ ও ২নং এলাকার মহিলা পরিচালক ইমরোজ জাহান, ৩ ও ৪নং এলাকার মহিলা পরিচালক আরিফা খাতুন, সমিতির ১ ও ২নং এলাকার মনোননীত পরিচালক রশিদুল হক, ৫,৬ ও ৭ এলাকার মনোননীত পরিচালক মশিউর রহমান।
চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতি বাই’ল অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরে ০৪ ও ০৭নং এর জন্য এলাকা পরিচালক নির্বাচন তফসিলভুক্ত ছিল এবং ৩জন মহিলা পরিচাল বাপবিবো মনোনীত হয়েছেন। নির্বাচিত পরিচালকদের নাম ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন প্রধানের পক্ষে নির্বাচন কমিশনের সদস্য ও সহকারী জেনারেল ম্যানেজার আহমেদ সালমান তারিক।
৩ বছরের মেয়াদে নির্বাচিত পরিচালকরা হচ্ছে- ৪নং এলাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আশরাফ আলী, ৭নং এলাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জাহিদুল ইসলাম সর্দার, ১ ও ২নং এলাকায় বাপবিবো কর্তৃক নির্বাচিত ইমরোজ জাহান, ৩ ও ৪নং এলাকায় বাপবিবো কর্তৃক নির্বাচিত রাফিয়া খাতুন, ৫,৬ ও ৭ নং এলাকায় বাপবিবো কর্তৃক নির্বাচিত সামিরন খাতুন।
