বিয়েতে লাঠি নিয়ে হাঁটছেন আমির খান
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০৪:০৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

ছবি: সংগৃহীত
বিয়ের ধুম পড়েছে বলিপাড়ায়। কিছুদিন আগেই বিয়ের পর্ব সেরেছেন সিদ্ধার্থ-কিয়ারা। এবার বলিউড এবং টালিউড দুই ইন্ডাস্ট্রির তারকারা জড়ো হয়েছেন রাজস্থানের জয়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে।
দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি ইন্ডিয়া এবং স্টার ইন্ডিয়ার সভাপতি কে মাধবনের ছেলের বিয়েতে হাজির হয়েছিলেন কমল হাসান, আমির খান, করণ জোহর, মোহনলাল, অক্ষয় কুমারসহ আরও অনেকে। বিয়েতে আমন্ত্রিত অতিথিরা সবাই দক্ষিণী সাজে সেজেছেন। ধুতির সঙ্গে কুর্তা বা শার্ট পরেছেন। একসঙ্গে হইচই করছেন, নাচে গানে মেতেছেন তারকারা। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আনন্দঘন মুহূর্তের সেই ছবিগুলো।
তবে বিয়ের সেসব ছবি বা ভিডিওতে প্রশ্ন উঠেছে আমির খানকে নিয়ে। হচ্ছে আলোচনাও। অন্য তারকাদের মতো আমির খানকেও দেখা গেছে দক্ষিণী ঐতিহ্য অনুযায়ী ধুতি পোশাকে।
ভিডিওতে দেখা যায় ধুতি পাঞ্জাবি পরে হাতে কালো লাঠি নিয়ে হাঁটছেন আমির। তবে কী পায়ে কোন আঘাত পেয়েছেন আমির এমনটাই প্রশ্ন করছেন নেটিজেনদের কেউ কেউ।
আবার অনেকে কটাক্ষ করে এও বলছেন বিয়ের অনুষ্ঠানেই নাকি বেশি দেখা যাচ্ছে আমিরকে। এদিকে বিয়েতে পাঞ্জাবি নাচে মেতেছেন বলি তারকারা।
ইনস্টাগ্রামে নাচের একটি ভিডিও শেয়ার করে অক্ষয় মোহনলালকে ট্যাগ করে লিখেছেন, ‘আমি চিরকাল আপনার সঙ্গে এই নাচটি মনে রাখবো’।