শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ এমপি জিল্লুল হাকিমের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০২:৪৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
শীতার্ত মানুষের সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। ইতি মধ্যে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার সকল ইউনিয়নে শীতের কম্বল প্রদান করেছেন তিনি নেতা কর্মীদের মাধ্যমে। এরই মধ্যে ২য় ধাপে শীতার্তদের মধ্যে পুনরায় শীতবস্ত্র বিতরনের উদ্দ্যোগ নিয়েছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি। শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এলাকার ১হাজার অসহায় দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ কালে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সজিব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ শেখ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেখ, ইউপি পরিষদের সচিব ইন্দ্রজিৎ সরকার, মোহাম্মাদ আলী খান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রশিদ, ইউপি পরিষদের সদস্যবৃন্দু উপস্থিত ছিলেন।
