বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা 

মুহাম্মদ মোশাররফ হোছাইন

প্রকাশিত : ১১:৪৪ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

সভাপতি বাদল সম্পাদক হুমায়ূন -সম্মিলিত সংস্কৃতির জোট ফেনী জেলা শাখার প্রতিনিধি সভা ৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় ফেনী পৌর চত্বরের আনন্দ কমিউনিটি সেন্টারে সিনিয়র সহ সভাপতি কবি মনজুর তাজিমের সভাপতিত্বে কবি ও গীতিকার মুহাম্মদ ইকবাল চৌধুরী সভা পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন ডাঃ ইসহাক চৌধুরী, এড. নান্টু, মনিকা রায়, সৈয়দ আশরাফুল হক আরমান, বিজয় দত্ত, শিলা দাস, দোলন বনিক, খায়েজ আহাম্মদ, শাকিলা, মাষ্টার বিজন ভৌমিক, আব্বাস উদ্দিন মিলন, দোলন দাস, বিজয় হাসান, সুজিত দত্ত, কবি অপুর্ব পাল, সমরজিৎ দাস টুটুল প্রমুখ ৷

 প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট বাদল দেবনাথ কে সভাপতি এবং হুমায়ূন কবির মজুমদারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।