তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৯:৪৩ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
আবহাওয়া ভবন। ফাইল ছবি
সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা কম ছিল। শনিবার (১১ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (১২ ফেব্রুয়ারি) আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের মধ্যভাগে রাতের তাপমাত্রা কমতে পারে।
এ সময় আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ঢাকায় শনিবার উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় সর্বনিম্ন ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।
চুয়াডাঙ্গায় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ ভারতের বিহার ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় শনিবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে।
