শাল্লায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্টিত
বকুল আহমেদ তালুকদার
প্রকাশিত : ০৪:০৬ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্টিত হয়। সভায় শাল্লা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাজিব বিশ্বাসের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. দিপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা সজীব হাওলাদার, মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলাম, শাল্লা প্রেসক্লাবের সভাপতি বকুল আহমেদ তালুকদার প্রমুখ।
