রাজধানীর সীমান্ত স্কয়ারে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সীমান্ত স্কয়ার শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সীমান্ত স্কয়ার শপিং মলের বেজমেন্টে আগুন লাগে।
তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা।