বুধবার   ১২ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

পটুয়াখালীতে সরকারি বালিকা বিদ্যালয়ে ১০৫ তম ক্রীড়া অনুষ্ঠান

মোঃ জামাল আকন

প্রকাশিত : ০৬:২৩ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

ঐতিয্যবাহী পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রাঙ্গণে ১০৫ তম বার্ষিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান উদ্ভোধন করেন।সনামধন্য ঐতিয্যবাহী পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।এসময় ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন। পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মোঃ হুমায়ুন কবির, জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান, মোঃ রুহুল আমিন, প্রধান শিক্ষক সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, পটুয়াখালী। সুভাষ চন্দ্র শীল সাবেক প্রধান শিক্ষক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পটুয়াখালীপটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কোমল মতি শিক্ষার্থীরা স্বাধীনতা মুক্তি যোদ্ধের বিভিন্ন চিত্র নাচ ও গানের তালে অভিনয় করে অথিতি বৃন্দদের মুগ্ধ করেন।