বুধবার   ১২ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শাল্লায় বাহাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৯:৩৪ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

পানি উন্নয়ন বোর্ডের শাল্লা উপজেলা শাখার সহকারি প্রকৌশলী আব্দুল কাইয়ুমের উপর হামলা ও মারধরের ঘটনায় উপজেলার বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার(৫ফেব্রুয়ারী) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়- সরকারি কর্মকর্তার উপর হামলা ও মারধরের ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদের) আইন ২০০৯, ৩৪(১) ধারা অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় হতে আসা প্রজ্ঞাপনটি পেয়েছি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।##