চাঁপাইনবাবগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৭:১৩ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
প্রধানমন্ত্রীর পক্ষ হতে চাঁপাইনবাবগঞ্জে সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৬ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের ফুড অফিস মোড় বিদ্যালয়ের প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রওশন আলী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মৌদূদ আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন, নির্বাহী সচিব মোহাঃ হান্নান হোসাইন, নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম, চেম্বারের সাবেক পরিচালক মোঃ শহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডি’র সভাপতি মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তব্য শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
