সোমবার   ১২ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৪ জ্বিলকদ ১৪৪৬

‘জেল ভরো’ কর্মসূচি পিটিআইয়ের, স্বেচ্ছা গ্রেফতারে প্রস্তুত নেতা-কর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত : ১০:০৩ এএম, ৬ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

স্বেচ্ছায় গ্রেফতার হতে প্রস্তুত পিটিআইয়ের নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

স্বেচ্ছায় গ্রেফতার হতে প্রস্তুত পিটিআইয়ের নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

সরকারের নিপীড়ন, জুলুমের প্রতিবাদে স্বেচ্ছায় গ্রেফতার হতে প্রস্তুত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের নেতা-কর্মীরা। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ঘোষিত ‘জেল ভরো’ কর্মসূচির আওতায় ইমরান খানের আহ্বানে সাড়া দিয়ে কারাবন্দী হবেন তারা। পিটিআইয়ের সাবেক এক মন্ত্রী এই ঘোষণা দিয়েছেন।

পাকিস্তানী সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান শনিবার (৪ ফেব্রুয়ারি) এই কর্মসূচির ঘোষণা দেন। তার ঘোষণার একদিন পর দলটির নেতা-কর্মীদের পক্ষ থেকে এই সাড়া এল।  

এদিকে, ইমরান খানের বিরুদ্ধে কড়া অবস্থা নিয়েছে দেশটিতে ক্ষমতাসীন জোট সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, ইমরান খান যদি তার ‘জেল ভরো’ কর্মসূচি এগিয়ে নিতে চান তাহলে সরকার বসে থাকবে না। তিনি হুমকি দিয়ে বলেছেন, তার সরকার ইমরান খানকে গ্রেফতারে প্রস্তুত। 

রোববার (৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিটিআই নেতা এবং সাবেক প্রতিমন্ত্রী ফররুখ হাবিব বলেছেন, দলের নেতা- কর্মীরা জেল যাওয়ার জন্য কেবল ইমরান খানের নির্দেশের অপেক্ষা করছেন। তিনি আরও বলেন, ‘দলের নেতা-কর্মীরা ইমরান খানের আহ্বানে সাড়া দিয়ে জেলে যেতে ভয় পায় না। আমিই সবার আগে জেলে গিয়ে উঠব।’  

বিগত দুই মাস ধরে সবাই দেশের পরিস্থিতি সম্পর্কে অবগত বিষয়টি উল্লেখ করে ফররুখ হাবিব বলেন, বর্তমান সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে ফেলেছে।  

অপরদিকে, শাহবাজ শরিফের সরকার সন্ত্রাসবাদকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন ইমরান খান। এ ছাড়া পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড রোধেও শাহবাজ সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের সময় পাকিস্তানে সন্ত্রাসবাদ বেড়ে গেছে। সাম্প্রতিক সন্ত্রাসবাদকে রাজনৈতিক সুবিধার স্বার্থে ব্যবহার করছে বর্তমান সরকার। নিজের শাসনামলে সবচেয়ে কম সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন ইমরান।