শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার আয়োজন কমিটিতে রিয়াজ

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত : ০৯:৫৫ এএম, ৬ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

রিয়াজ। ছবি: সংগৃহীত

রিয়াজ। ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ২৬ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৪৬তম আসর। চলচ্চিত্র শিল্পের গৌরবোজ্জ্বল ঐতিহ্য বিবেচনায় এবার ২৭টি শাখায় ৩৪ জনকে এ পুরস্কার দেয়া হবে।
 

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ আয়োজন কমিটিতে এবার থাকছেন চিত্রনায়ক রিয়াজ। সাংস্কৃতিক উপকমিটির সদস্য হিসেবে থাকছেন তিনি। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিটিভির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. সৈয়দা তাসমিনা আহমেদ। এ ছাড়া কমিটিতে থাকছেন একঝাঁক তারকা।

কমিটিতে থাকা প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘বলতে গেলে নিজের দায়িত্ব অনেকটা বেড়ে গেল। বছরের সেরা চলচ্চিত্রকর্মীদের পুরস্কৃত করার মঞ্চের আয়োজন নিয়ে কাজ করব আমরা। যারা কমিটিতে রয়েছি, চেষ্টা থাকবে সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করার।’

রিয়াজ ছাড়া আরও থাকছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, মৌসুমী, পূর্ণিমা, তানভিন সুইটি, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, অভিনেতা ফেরদৌস, চঞ্চল চৌধুরী, গীতিকার ও সংগীত পরিচালক হাসান মতিউর রহমান, সংগীতশিল্পী খুরশীদ আলম।

পদাধিকার বলে কমিটিতে সদস্য হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, মহাসচিব শাহীন সুমন।

এ ছাড়া কমিটিতে আছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক (অনুষ্ঠান), বিএফডিসির পরিচালক (প্রশাসন ও অর্থ)।

এবার আজীবন সম্মাননা দেয়া হচ্ছে দুজনকে। তারা হলেন ইলিয়াস কাঞ্চন ও ডলি জহুর। যৌথভাবে এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘লাল মোরগের ঝুটি’ ও ‘নোনা জলের কাব্য’। শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হয়েছেন তরুণ নির্মাতা রেজওয়ার শাহরিয়ার সুমিত। যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম আহমেদ ও মীর সাব্বির। শ্রেষ্ঠ অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তাসনোভা তামান্না।