বুধবার   ১২ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

চলো স্বপ্ন ছুঁই, শিক্ষার আলো ছড়িয়ে দেবো পুরো বাংলাদেশ

মুহাম্মদ বশির আহমাদ

প্রকাশিত : ০২:২০ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৩ রোববার

আদর্শ ছাত্র সমাজের একটি অঙ্গ প্রতিষ্ঠান  ভ্রাম্যমাণ আদর্শ পাঠশালা। পাঠশালা টি  ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারী যাত্রা শুরু করে দেশের বেশ কয়েকটি অঞ্চলের (প্রাথমিক, মাধ্যমিক এবং দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠানে আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। একই বছর ২০১৮ সালের শেষের দিকে ডিসেম্বরের ১০ তারিখ থেকে কক্সবাজারের উখিয়া রোহিজ্ঞা ক্যাম্প পরিদর্শনের মাধ্যম  রোহিঙ্গা ক্যাম্পে ৪২০ জন বাচ্চাকে শিক্ষা উপকরণ, শিক্ষাদান ও সামান্য খাবার দেওয়া হয়। এর পর এক পা দু পা করে এগিয়ে চলতেই আছে।

এর পর ২০২০ সালে আনুষ্ঠানিক ঘোষণার মধ্যে ভ্রাম্যমাণ আদর্শ পাঠশালার যাত্রা শুরু হয় শিক্ষা সেবা নিয়ে, প্রথমতো আমরা কাজ করি। যশোরের (আরবপুর - ধর্মতলা) ও যশোর উপশহর পার্ক কে জোন করে বস্তির বাচ্চাদের শিক্ষা সেবা দেওয়া হয়।  কয়েকদিন না যেতেই করোনার কারণে আমাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তারই ধারাবাহিকতা বজায় রেখে ২০২২ এ এসে ভ্রাম্যমাণ আদর্শ পাঠশালা দেশের ৭ টি অঞ্চলে শিক্ষাদানের পাশাপাশি শিক্ষা সহায়তা দিতে শুরু করেছে।

২০২৩ পর্যন্ত দারুণ সফলতার মাধ্যেমে পথ চলছে। ভ্রাম্যমাণ আদর্শ পাঠশালা পরিচালনা করছেন, আদর্শ ছাত্র সমাজের কেন্দ্রীয় প্রধান পরিচালক ও সভাপতি এস ডি রুবেল রানা এবং ভ্রাম্যমাণ আদর্শ পাঠশালার দায়িত্ব পালন করছেন (সভাপতি -রুমা শীল) এবং( ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক - আনাফ হোসেন আবির) সহ অন্যান্য সদস্যবৃন্দ। চলো স্বপ্ন ছুঁই আজ পূরণ হতে চলেছে।

 আজ আমরা সকলের সহযোগিতায় স্বপ্ন ছোয়ার খুব কাছাকাছি এসে গেছি। আমাদের এই পথচলা সফল থেকে সফল তম হোক, বুনে যাক সফলতার গল্প। শিক্ষা হোক সকল শিশুর অধিকার। ভ্রাম্যমাণ আদর্শ পাঠশালার সকল সদস্য এবং সাথে থাকা সকলকে অসংখ্য ধন্যবাদ।