২৫ দিনে কোরআন মুখস্থ করেছে আবদুল্লাহ বিন আবছার (আলিফ)
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৯:৩২ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
ফেনীতে মাত্র চার মাস ২৫ দিনে কোরআন মুখস্থ করেছে আবদুল্লাহ বিন আবছার (আলিফ) নামে নয় বছর বয়সী এক শিক্ষার্থী।
আলিফ ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর দারুল কুরআন ওয়াসসুন্নাহ কাসিমুল উলূম মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।
