ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
শামীম শরীফ
প্রকাশিত : ০৯:৫৫ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার
ধর্ম মন্ত্রণালয়ের প্রকল্পাধীন ধর্মীয় সম্প্রীতি এবং সচেতনতামূলক আলোচনা সভা ও দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩১ জানুয়ারি মঙ্গলবার ২০২৩ ইং বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে ধর্ম যার যার রাষ্ট্র সবার এই স্লোগানকে সামনে রেখে, বক্তব্য রাখেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু নাসের বেগ, মাননীয় জেলা প্রশাসক, মাগুরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মশিউদ্দৌলা রেজা, পুলিশ সুপার মাগুরা। জনাব আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, জেলা শাখা, মাগুরা।
জনাব পঙ্কজ কুমার কুন্ডু, চেয়ারম্যান, জেলা পরিষদ মাগুরা ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, জেলা শাখা মাগুরা।
জনাব কামরুল লায়লা জলি, সাবেক সংসদ সদস্য, মাগুরা ও সভাপতি, জেলা মহিলা আওয়ামী লীগ, মাগুরা।
জনাব মোঃ খুরশিদ হায়দার টুটুল, মেয়র, মাগুরা পৌরসভা, মাগুরা।
অনুষ্ঠানে সভাপতি তো করেন জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, মাগুরা।
সার্বিক সহযোগিতায়, জেলা প্রশাসন মাগুরা, ও বাস্তবায়নে ইসলামিক ফাউন্ডেশন মাগুরা।
