বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

চট্টগ্রামে হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে এলজিইডি’র মানববন্ধন

আব্দুল্লাহ আল মামুন

প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩ সোমবার

চট্টগ্রাম এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি’র সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে সোমবার (৩০জানুয়ারি) বিকাল ৩টায় নিজস্ব কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রামানিক -এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য
দেন জেলা-উপজেলার বিভিন্ন প্রকৌশলীরা। মানববন্ধনে এলজিইডির প্রকৌশলীরা বলেন, রবিবার বিকেলে
নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের চারতলায় প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানী সরকারি দায়িত্ব পালন করার সময় নিজ ক¶ে প্রায় ২০-২৫ জন ঠিকাদার অতর্কিতভাবে হামলা এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এ সময় প্রকৌশলীরা মানববন্ধনে কয়েকটি দাবি তুলে ধরে বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে নির্বাহী প্রকৌশলী গোলাম
ইয়াজদানীকে শারীরিকভাবে লাঞ্ছনা করায় দোষী সকলকে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং জড়িত ঠিকাদারদের লাইসেন্স বাতিলসহ আজীবন কালো তালিকাভুক্ত করতে হবে।

একইসঙ্গে, সারাদেশে ঘটে যাওয়া বিগত দিনে এলজিইডির প্রকৌশলীদের ওপর হামলার বিচার নিশ্চিত করতে হবে।
এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমে নির্বিঘ্ন রাখতে এলজিইডির মাঠ
পর্যায়ের প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চয়তায় সার্ব¶ণিক গানম্যান দিতে হবে এবং নির্বাহী প্রকৌশলীদের
ম্যাজিস্ট্রেসি ¶মতা দেওয়ার দাবিও জানান তারা।