অভিনেতার চতুর্থ বিয়ের ঘোষণা, হুমকি দিলেন তৃতীয় স্ত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ১১:৪৮ এএম, ৩০ জানুয়ারি ২০২৩ সোমবার

দক্ষিণের অভিনেতা নরেশ বাবু। অনেকে তাকে মহেশ বাবুর সৎ ভাই হিসেবেও জানেন। এবার ঘোষণা দিয়েছেন চতুর্থ বিয়ের। আর এরপরেই ঘটে বিপত্তি। দক্ষিণের অভিনেতা নরেশ বাবু। অনেকে তাকে মহেশ বাবুর সৎ ভাই হিসেবেও জানেন। এবার ঘোষণা দিয়েছেন চতুর্থ বিয়ের। আর পরেই ঘটে বিপত্তি।
প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর রামায়ার সঙ্গে বিয়ের পর্ব সারেন। তৃতীয় স্ত্রী রামায়ার সঙ্গে বিচ্ছেদ হয়নি। তবে দীর্ঘদিন থেকেই থাকছেন আলাদা। এদিকে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী পবিত্রা লোকেশের সঙ্গে সম্পর্কে রয়েছেন নরেশ বাবু। মাস খানেক আগেও গুঞ্জন উঠেছিল, গোপনে বিয়েও করেছেন তারা। যদিও এই গুঞ্জন মিথ্যা বলে দাবি করেন নরেশ-পবিত্রা।
এবার নরেশ বাবু তার এবং পবিত্রার বিয়ের ঘোষণা দিয়েছেন। আর তারপরই নরেশ বাবু জানালেন, চতুর্থ বিয়ের রেশ ধরেই তৃতীয় স্ত্রী রামায়া তাকে হত্যার হুমকি দিয়েছেন।
বিয়েবিচ্ছেদের জন্য আদালতে গিয়েছেন নরেশ, তিনি চাচ্ছেন যেন খুব দ্রুত বিয়ে বিচ্ছেদের পর্ব মিটে যায়। জানা গেছে নরেশের স্ত্রী রামায়া তার কাছে ১০ কোটি রুপি দাবী করেছে। সেই দাবী পূরণ না হলে নাকি নরেশকে খুনের হুমকি দিয়েছেন। খবর টলিউড ডট নেটের।
পবিত্রা লোকেশ ও নরেশ বাবু বেশকিছু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। তাদের অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আন্টি সুন্দরানিকি’। তেলেগু ভাষার এ সিনেমা গত ১০ জুন মুক্তি পায়। সিনেমাটির নামভূমিকায় অভিনয় করেন ন্যানি।
দীর্ঘ তিন দশকের অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন পবিত্রা লোকেশ। ব্যক্তিগত জীবনে সুচেন্দ্র প্রসাদের সঙ্গে ঘর বেঁধেছিলেন পবিত্রা। এ সংসারে তার দুটি সন্তান রয়েছে। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে