সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

কি কারণে সিরিয়াল কিলার জ্যাকুলিন!

প্রকাশিত : ০২:৩১ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

ডিজিটাল এন্টারটেনমেন্টে এবার প্রবেশ করলেন জ্যাকুলিন ফার্নান্ডেজ। নেটফ্লিক্স-এর জন্যে তৈরি মিসেস সিরিয়াল কিলারে দেখা যাবে তাকে। বুধবার নেটফ্লিক্সের তরফে খবরটি জানানো হয়েছে।

এই সময় পত্রিকার খবরে বলা হয়, ছবিটি পরিচালনা করেছেন শিরিশ কুন্দের এবং প্রযোজক ফারাহ খান। সিরিয়াল কিলিং-এর অপরাধে স্বামী ধরা পড়ার পর কীভাবে স্ত্রী তাকে নির্দোষ প্রমাণ করার জন্য নিজেই একটি খুন করেন। তারই টানটান উত্তেজনা ধরা পড়েছে মিসেস সিরিয়াল কিলারে।

২০১৯ সালের শেষের দিকে মুক্তি পাবে জ্যাকুলিনের এই ছবি।