বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

বাঁশখালীতে ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ১১:১৩ এএম, ২৮ জানুয়ারি ২০২৩ শনিবার

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওই ইটভাটাকে জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া তারা ইট পোড়াচ্ছিল।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে জিবিএম ব্রিকস কৃষি জমির মাটি ব্যবহার করে ইট বানাচ্ছিল। ইট পোড়াতে তার ব্যবহার করছিল কাঠ। এছাড়া তাদের পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই।