কুমিল্লা আদর্শ হসপিটালের বার্ষিক সাধারণ সভা -২০২৩
রিয়াদ হোসাইন
প্রকাশিত : ১১:০০ এএম, ২৮ জানুয়ারি ২০২৩ শনিবার
গত দুই বছর সফল ভাবে দায়িত্ব পালন করাতে। ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত এবং আমার পুরো কমিটি পূর্ণ বহাল।
কুমিল্লা আদর্শ হসপিটাল ২য়- বার্ষিক সাধারণ সভা ২০২৩ -ও পুরুষ্কার বিতরন - ৫ জন ডায়নামিক পরিচালক।
৫ জন সেরা ডাক্তার। ৮ জন স্টাফ,১৮ জন পরিচালক এবং ২০টি রেপেল- ড্র এর মধ্য দিয়ে শেষ হল দুটি সফল বছর।
সবার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি সহযোগিতা করার জন্য। ২য় মেয়াদে জন্য - মিজানুর রহমান মিজান চেয়ারম্যান আজিম উদ্দিন ব্যবস্থাপনা পরিচালক সহ পুরো কমিটি পূর্ণ বহাল। ধন্যবাদ সকল পরিচালকদেরকে এবং দোয়া কামনা করছি যাতে সঠিক ভাবে বাকি দায়িত্ব পালন করতে পারি। সততা এবং দক্ষতা প্রমাণ করাই আমাদের মুল লক্ষ্য।
