বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

মাগুরা টেক্সটাইল মিলের সামনে চাঁদনী হত্যার বিচারের দাবিতে মানববন্

শামীম শরীফ

প্রকাশিত : ১১:৫৩ এএম, ২৭ জানুয়ারি ২০২৩ শুক্রবার

মাগুরা ছোনপুর গ্রামে পাষন্ড স্বামী ইদ্রিস খার হাতে গৃহবধূ চাঁদনি হত্যার প্রতিবাদে ইদ্রিসসহ অন্যান্য আসামীদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়।

চাঁদনির পক্ষে ভিটাশাইর ইসলামবাগ পাড়া বাসী বৃহস্পতিবার ২৬ জানুয়ারি বেলা ১১ টার সময় মাগুরা টেক্সটাইল মিলের সামনে মানববন্ধন করে এলাকাবাসীর লোকজন।

চাঁদনি খাতুনের মা আনোয়ারা বেগম বলেন প্রায় ১০ বছর পূর্বে আমার মেয়ে চাঁদনী খাতুনের সাথে ইদ্রিস খার বিয়ে হয়। গত বৃহস্পতিবার বিকালে ছোনপুর গ্রামের আশরাফুল খা এর বড় ছেলে ইদ্রিস খা আমার মেয়ে চাদনিকে ব্যাপক আকারে মারধর করে হত্যা করেছে।

 মাগুরা সদর থানায় শুক্রবার ২০ জানুয়ারি এজাহার কাগজপত্রে দেখা যায়  ইদ্রিসকে প্রধান আসামি করে আর বাকী ৫ জনকে আত্মহত্যার প্ররোচনায় আসামি করা হয়েছে তারা হলেন আশরাফুল খা, রুপবান, জয়নাল, আমিরুল ও রিপন খা। 

এ সময় মাগুরা-যশোর হাইওয়ে রোডে মাগুরা টেক্সটাইল মিলের সামনে শতাধিক লোকজন ইদ্রিস সহ অপরাধের সাথে জড়িত, চাঁদনী খাতুনকে হত্যার প্রতিবাদে ফাঁসি ও বিচারের দাবীতে মানববন্ধন করেন।