শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

ফকিরাপুলে অবৈধ ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১০:০৬ এএম, ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

অবৈধ ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করতে ফকিরাপুল এলাকায় অভিযান পরিচালনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান। সোমবার (২৩ জানুয়ারি) তার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএসসিসির সম্পত্তি বিভাগ সূত্র জানায়, ফকিরাপুল এলাকার পানির ট্যাংকির পাশে ডি আই টি এক্সটেনশন রোডে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খানের আদালত ৫টি বৈদ্যুতিক খুঁটি থেকে অবৈধ ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করেন।

অভিযান প্রসঙ্গে করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ফকিরাপুলে অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অবৈধ ক্যাবল সংযোগের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।