নালিতাবাড়ীতে ইরি বোরো ধানের চারা রোপনের কাজে ব্যস্ত কৃষকেরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৪:৫১ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩ সোমবার
শেরপুরের নালিতাবাড়ীতে চলতি ইরি বোরো মৌসুমে কুয়াশাচ্ছন্ন হিমেল ঠান্ডা বাতাসে কনকনে শীতকে হার মানিয়ে ভোর থেকে বোরো ধানের চারা তোলারকাজে ব্যস্ততায় কৃষকেরা। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বোরো ধানের চারা রোপনের কাজে ব্যস্ততম সময পার করেছন কৃষকেরা।
গত আমন ধানের চড়া মূল্য পেয়ে কৃষকদের মুখে হাসি। বোরো আবাদের মাঠে ফসলের লক্ষমাত্রা অর্জনের আশায় হাল চাষে ঝুকেছেন প্রান্তিক বোরো চাষীরা।
আবহাওয়া অনুকূলে থাকলে বোরো ধানের ভাল ফলনের আশা করছেন কৃষকেরা।
কৃষক জাকির হোসেন জানান গত আমন ধান ফলনে ভাল হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর বাজারে ধান বিক্রিতে ভাল মূল্য পেয়েছি। বোরো আবাদে ভাল ফলনের আশা করছি।
কৃষক ছাইফুল ইসলাম জানান আমন ধানের বাজার মূল্য ভাল পেয়েছি। আগামী বোরো ধানের বাজার মূল্য ভাল খাকলে লুকসান হবেনা লাভবানের আশা করছি।
উপ-সহকারী কৃষি অফিসার মোঃ রুহুল আমীন জানান নালিতাবাড়ী উপজেলায় চলতি বোরো মৌসুমে বোরো আবাদের লক্ষ মাত্রা ২১৮২০ হেক্টর। উদ্ভাবিত উন্নত জাতের হাইব্রিড ও উপসি জাতের ধান বীজ, সার কৃষকদের মধ্যে প্রোনদনা বিতরণ করা হয়েছে। বোরো আবাদের লক্ষ মাত্রা অর্জনের লক্ষে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
