পুলিশ হয়ে আসছেন পূর্ণিমা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩ সোমবার

হাজারো পুরুষের ঘুম না হওয়ার কারণ পূর্ণিমা। যার উপস্থিতি ভক্তের উচ্ছ্বাসের কারণ এখনও। তবে এখন আর নিয়মিত নন বড় পর্দায়। তবে জনপ্রিয়তায় ভাটা পড়েনি এক বিন্দুও। দিন যাচ্ছে গ্লামার যেন বাড়ছে আরও।
এক দশক আগেও অভিনয়ে নিয়মিত ছিলেন পূর্ণিমা। মান্না, রিয়াজ, শাকিব খানদের সঙ্গে বহু সুপারহিট সিনেমায় কাজ করেছেন। সিনেমায় না থাকলেও উপস্থাপনায় নিয়মিত তিনি। তাকে প্রশ্ন করা হয়েছিল উপস্থাপনা নাকি অভিনয়, কীসে আগ্রহ? তার জবাব ছিল–অভিনয়। তিনি বলেন, অভিনয় থেকেই ইন্ডাস্ট্রিতে তার জন্ম। মানুষ পূর্ণিমাকে অভিনয় দিয়ে চেনে।
রোববার (২২ জানুয়ারি) শুটিং শেষ করেছেন নির্মাতা কাজল আরেফিন অমির ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এর।ক্যারিয়ারে এই প্রথম ওয়েব সিরিজ ও পুলিশ চরিত্রে অভিনয় করলেন পূর্ণিমা। তিনি বলেন, ‘এতে আমি অতিথি চরিত্রে অভিনয় করেছি, পুলিশ চরিত্র।’
পরিবার, মেয়ের স্কুল-এর পাশাপাশি শুটিং করছেন এই অভিনেত্রী। তাই গৎবাঁধাসব কাজ না করে চেষ্টা করেন বেছে বেছে কাজ করতে। এখন অপেক্ষা পুলিশ চরিত্রে কতটা ফুটিয়ে তুলতে পেরেছেন সেটা দেখার জন্য।