হাড়কাঁপানো ঠান্ডানিবারনে
কুড়িগ্রামে টিএমএসএসের শীতবস্ত্র বিতরণ
মোস্তাফিজুর রহমান
প্রকাশিত : ০৪:২৯ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩ সোমবার
প্রচন্ড ঠান্ডা আর হিমেল হাওয়ায় থরথর করে কাঁপা শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল দিয়ে শীতবস্ত্রহীন লোকালয়ের দুস্থ মহিলাদের উষ্ণতা আনার চেষ্টায় এগিয়েছে বেসরকারী সংস্থা টিএমএসএস। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর বাজার শাখা টিএমএসএসের উদ্যোগে কম্বল বিতরণ করেন কুড়িগ্রাম জেলা ম্যানেজার জোন প্রধান জনাব মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন উলিপুর অঞ্চল প্রধান জনাব মোঃ আমিনুল ইসলাম, দুর্গাপুর বাজার শাখা প্রধান জনাব মোঃ আমিনুর ইসলাম, দুর্গাপুর ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে জনাব মোঃ ইসমাইল হোসেন বাদল সাবেক ইউপি চেয়ারম্যান ফুলবাড়ী এবং সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান কুড়িগ্রাম। টিএমএসএসের কুড়িগ্রাম জোন প্রধান জনাব মোঃ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, জেলার চিলমারী উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় শীতার্ত অসহায় মানুষের মাঝে চলতি মাসের মধ্যে আরো শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হবে।
শীতবস্ত্র বিতরণ পুর্বসমাবেশে বক্তব্য রাখেন সংস্থার প্রতিনিধি কুড়িগ্রাম জোন প্রধান জনাব মোঃ জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন বাদল, সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম এবং টিএমএসএসের নেতৃবৃন্দ।
