শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

স্কুলশিক্ষক স্ত্রীর প্রাণ কেড়ে নিল ট্রাক, স্বামী আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১২:১৫ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩ সোমবার

নিহত শিক্ষকের স্বজনের আহাজারি।

নিহত শিক্ষকের স্বজনের আহাজারি।

মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামীমা ইসলাম (৫৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন তার স্বামী ফিরোজ আহমেদ।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে গাংনীর মালসাদহে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীমা ইসলাম গাংনীর করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক।

স্থানীয়রা জানান, শামীমা ইসলাম তার স্বামী ফিরোজ আহমেদের সঙ্গে মোটরসাইকেলে গাংনীতে প্রশিক্ষণের জন্য যাচ্ছিলেন। মালসাদহ ব্রিজ সংলগ্ন শোভা মোটরস অ্যান্ড মেশিনারির দোকানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান শামীমা ইসলাম। খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম শামীমা ইসলাম ও আহত ফিরোজ আহমেদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শামীমাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ডিউটি অফিসার এসআই রাতুল জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।