শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

নুসরাত হত্যার প্রতিবাদে রাজশাহী কলেজের মানববন্ধন 

প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে দৈনিক খোলা কাগজ পাঠক ফোরাম ‘এগারজন’ রাজশাহী কলেজ শাখা। বুধবার সকাল ১০টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে তারা এই মানব বন্ধন কর্মসূচি পালন করেন। এগারজনের মানববন্ধনে রাজশাহী কলেজের সাধারন শিক্ষার্থীরাও অংশগ্রহন বকরেন।
এ সময় শিক্ষার্থীরা ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ, ‘নুসরাত হত্যার সুষ্ঠু বিচার চাই’ সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এগারজন’র সাধারণ সম্পাদক মো: হিজবুল্লাহ’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী কলেজ ‘এগারজন’র  প্রধান উপদেষ্টা ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিসুজ্জামান (মানিক) ও বাংলা বিভাগের প্রভাষক মো: মোস্তাফিজুর রহমান এবং খোলা কাগজের আদালত প্রতিবেদক শেখ রহমত উল্লাহ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন খোলা কাগজ পাঠক ফোরাম ‘এগারজন’ এর সভাপতি রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তানজীন তামান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকারিয়া হোসেন স্বাধীন, , কার্যকরী সদস্য জাকিয়া সুলতানা, শাহাজাহান আলম, মাহাফুজুর রহমান ফিজার, রাজশাহী মহানগরের দি হাঙ্গার প্রজেক্ট এর সমন্বয়কারী অন্তরা আক্তার, জোবাইদা আক্তার, সাবিহা তানজীম, সিদ্ধা আক্তার সহ বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থীরা।