মান্দায় নকলমুক্ত পরিবেশে ডিগ্রী ১ম বর্ষের
মাহবুবুজ্জামান সেতু
প্রকাশিত : ০৫:০২ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩ বুধবার

নওগাঁর মান্দায় নকলমুক্ত পরিবেশে ২০২১ সালের ডিগ্রী পাস
ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের পরী¶া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১ টা থেকে বিকেল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার মান্দা মমিন
শাহানা সরকারী কলেজ কেন্দ্রে নকলমুক্ত পরিবেশে ডিগ্রী পাস ও সার্টিফিকেট
কোর্স ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের পরী¶া অনুষ্ঠিত হয়।
সরেজমিন গিয়ে দেখা যায়,মান্দা মমিন শাহানা সরকারী ডিগ্রী কলেজ কেন্দ্রে
উত্তরা ডিগ্রী কলেজ,চকউলী ডিগ্রী কলেজ,বলিহার ডিগ্রী কলেজ, দাসপাড়া
ডিগ্রী কলেজ এবং পানিয়াল আদর্শ মহাবিদ্যালয়ের সর্বমোট ৩৮৬ জন
পরী¶ার্থীর মধ্যে রাষ্ট্রবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের ১৯১ জন তন্মধ্যে ১৬২
জন পরী¶ার্থী উপস্থিত এবং ২৯ জন পরী¶ার্থী অনুপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মান্দা মমিন শাহানা সরকারী কলেজের অধ্য¶ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত
কর্মকর্তা বেদারুল ইসলাম জানান, প্রতিবারের ন্যায় এবারের ডিগ্রী পাস ও
সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ, অনার্স ২য় বর্ষসহ অন্যান্য পরী¶া নির্ধারিত
সময়সূচি অনুযায়ী অবাধ,সুষ্ঠ এবং নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে
আমরা বদ্ধ পরিকর। আমাদের কেন্দ্রে নকলের ব্যাপারে কোন ছাড় নেই।