শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

ঝালকাঠিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ঝালকাঠি প্রতিনিধিঃ-

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

ঝালকাঠির কাঁঠালিয়ায় ২০০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো.শুভ হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারী) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমুয়া বন্দরের তুষার চত্বরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো. শুভ হাওলাদার (২২) পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার বড় মাছুয়া গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে।

কাঁঠালিয়া থানার ওসি (তদন্ত) এইচএম শাহীন জানান, এ ঘটনায় মাদক আইনে থানায় একটি মামলা হয়েছে। আটক শুভকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান করা হচ্ছে।