শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

মার্চে হচ্ছে না জবির দ্বিতীয় সমাবর্তন : জবি উপচার্য

আহমেদ সানি, জবি প্রতিনিধি:

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

আগামী মার্চ মাসে হচ্ছে না দ্বিতীয় সমবর্তন এমনটাই জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। তিনি বলেন, মার্চ মাসে না শুধু আগামী এপ্রিল মাসেও সমবর্তন করা সম্ভব হচ্ছে না। 

(সোমবার) রাতে বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে এসব কথা বলেন উপাচার্য।  উপাচার্য বলেন, আমরা ভেবেছিলাম মার্চ মাসে দ্বিতীয় 

সমবর্তন করব কিন্তু এখন মনে হয় তা সম্ভব হবে না।  মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের মেয়াদ শেষ হবে আগামী এপ্রিল মাসে এজন্য তার শিডিউল পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, নতুন রাষ্ট্রপতি আসলে আমরা তার সিডিউল কবে পাবো তা নিশ্চিত নয়। তবে আমরা দ্রুত তার সঙ্গে যোগাযোগ করে আগামী মে মাসে সমাবর্তন আয়োজন করার জন্য চেষ্টা করব। 

উপাচার্যকে সমাবর্তনের স্থান নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমরা আমাদের ধূপখোলা মাঠে সমাবর্তনের আয়োজন করব। যদি সময় মত ধূপখোলা মাঠ প্রস্তুত না হয় তাহলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় জেলখানার বিপরীত পাশে আমাদের যে নিজস্ব জায়গায় আছে সেখানে মাটি ভরাট করে সমাবর্তন আয়োজন করব। ইতিমধ্যে সেখানে চারপাশে দেয়াল নির্মাণের জন্য আমি নির্দেশ দিয়েছি। ডিজিটাল সার্ভে করা শেষ শুধু মাটি পরীক্ষা করার বাকি তারপরেই সীমানা প্রাচীরের কাজ দ্রুত শুরু হবে।