মঙ্গলবার   ২০ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৫ ১৪৩২   ২২ জ্বিলকদ ১৪৪৬

চিরনিদ্রায় শায়িত সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

রাজশাহী -১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক এমপি, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ব্যারিষ্টার আমিনুল হক চিরনিদ্রায় শায়িত হয়েছেন। নিজ এলাকা  গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া-ফাজিলপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন দেয়া হয়।
 
মঙ্গলবার বিকাল ৫ টায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের  গোদাগাড়ী কলেজের সামনের ফাঁকা মাঠে মরহুমের পঞ্চম ও শেষ পর্বের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

রাজশাহী,চাঁপাইনবাবগঞ্জ,নওগাঁ, নাটোরসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে  আগত ৭০ হাজারের অধিক মুসল্লী শেষ পর্বের জানাজায় অংশগ্রহণ করেন।

জানাজায় উপস্থিত ছিলেন - বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক রাজশাহী সিটি মেয়র এবং সাবেক সাংসদ মিজানুর রহমান,বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের এমপি হারুন-অর রশিদ, রাজশাহী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, মহানগর বিএনপির সভাপতি,সাবেক রাজশাহী সিটি  মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়ন আইনজীবি এ্যাড. কামরুল মনির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.মতিউর রহমান মন্টু, জেলা বিএনপির সহ-সম্পাদক রায়হানুল ইসলাম, চারঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু সাইদ চাঁদ, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি সাওয়াল, পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক গোদাগাড়ী পৌর মেয়র আনোয়ারুল ইসলামসহ জাতীয় ও স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পরিবারের বড় ভাই সাবেক আইজিপি ড. এম এনামুল হক, বিএমডিএ’র সাবেক নির্বাহী পরিচালক কৃষি প্রকৌশলী ড. এম আসাদুজ্জামান, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দীন, তার একমাত্র পুত্র ব্যারিস্টার এহেতাসামুল হক খৈয়ামসহ পরিবারের সকল সদস্য।

 
জানাজার নামাজ শুরুর আগে জনসাধারণ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
ঢাকা থেকে দুপুর ১২টার দিকে এয়ার এ্যাম্বুলেন্সে মরদেহ তানোরে পৌঁছে দুপুর দুটা’য় তানোর ডাক বাংলো মাঠে হাজার হাজার মুসল্লীর উপস্থিতিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

সেখান থেকে লাশ এ্যাম্বুলেন্সে করে গোদাগাড়ীর নিজ বাসভবন কেল্লাবারুইপাড়া গ্রামে আনা হয় এবং সর্বস্তরের জনগণ দেখার জন্য ভীড় জমায়।
উল্লেখ্য, ব্যারিস্টার আমিনুল হক গত ২১ এপ্রিল রবিবার সকাল দশটায়  ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।