চট্টগ্রামে টপসয়েল কাটায় এস্ক্যাভেটর জব্দ, দুই ফার্মেসিকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৯:১৮ এএম, ১২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
চট্টগ্রামে টপসয়েল কাটায় এস্ক্যাভেটর জব্দ, দুই ফার্মেসিকে জরিমানাচট্টগ্রামের বাঁশখালীতে টপসয়েল কাটার অপরাধে দুই এস্ক্যাভেটর জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে দুই ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার সরল ও বৈলছড়ি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
সরল ইউনিয়নের ৩ ও ৬ নম্বর ওয়ার্ডে টপসয়েল কাটার সময় দুইটি এস্ক্যাভেটর জব্দ করা হয়। জব্দ করা এস্ক্যাভেটর গ্রামপুলিশ ও স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়। পরবর্তীতে মালিককে নোটিশ দিয়ে ডেকে আইনগত পদক্ষেপ নেওয়া হয়।
একই সঙ্গে বৈলছড়ি বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে স্থানীয় নাসিরুদ্দিন ফার্মেসিকে ১০ হাজার এবং জগন্নাথ ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
