সোনামসজিদ স্থলবন্দরে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ
আব্দুল্লাহ আল মামুন
প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ১১ জানুয়ারি ২০২৩ বুধবার
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে কর্মরত শ্রমিকদের
মাঝে ২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। কালিয়ার রেপ্লিকা
লিমিটেড, কপার্স বেকারী ও পানামা পোর্ট লিংক লিমিটেড
সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়।
বুধবার দুপুরে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড
চত্বরে এসব কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ
স্থলবন্দর কর্তৃপ¶ের সাবেক চেয়ারম্যান ও পানামা সোনামসজিদ
পোর্ট লিংক লিমিটেডের উপদেষ্টা তপন কুমার চক্রবর্তী।
এ সময় উপস্থিত ছিলেন সোনামসজিদ শুল্ক স্টেশনের ডেপুটি
কমিশনার প্রভাত কুমার সিংহ, সিওও শেখ সালাউদ্দিন ও পোর্ট
ম্যানেজার মাইনুল ইসলাম, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপ¶ের
প্রতিনিধি মোহাম্মদ আলিমুজ্জামান বকুলসহ অন্যরা।
এসময় পানামা পোর্ট লিংক এর ম্যানেজার মোঃ মাইনুল ইসলাম
জানান, আজ পোর্টে কর্মরত শ্রমিকদের মাঝে ২ হাজার কম্বল
বিতরণ করা হয়েছে। কালিয়ার রেপ্লিকা লিমিটেড, কালিয়ার
প্যাকেজিং লিমিটেড ও কপার্স বেকারীর সহযোগিতায়
পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড কর্মরত
শ্রমিকসহ হতদরিদ্র শীতার্তদের মাঝে প্রতিবছর শীতবস্ত্র
বিতরণ করে আসছে এবং আগামীতেও এ উদ্যোগ অব্যাহত
থাকবে বলে জানান তিনি।
